গীতিকার: লালন ফকির
শিরোনাম: চাতক বাচে কেমনে
চাতক বাচে কেমনে ।
শুদ্ধ মেঘের বরিষন বিনে ॥
কোথায় হে নব জলধর চাতকিনী মলো এবার ।
ও নামে কলঙ্ক তোমার বুঝি হলো ভুবনে ॥
তুমি দাতা শিরোমণি আমি চাতক অভাগিনী ।
তোমা বৈ অন্য না জানি রেখো স্মরণে ॥
চাতক মলে যাবে জানা ও নামের গৌরব রবেনা ।
জল দিয়ে করো সান্তনা অবোধ লালনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৪০