গীতিকার: লালন ফকির
শিরোনাম: চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে ।
অমৃত মেঘেরই বারি শুধু কথায় কি মেলে ॥
মেঘে কত দেয়রে ফাঁকি তবু চাতক মেঘের ভোগী ।
অমনি নিরিখ রাখলে আঁখি তারে সাধক বলে ॥
চাতক পাখির এমনই ধারা তৃষ্ণাতে প্রাণ যায়রে মারা ।
অন্যবারি খায়না তারা মেঘের জল না হলে ॥
মন হয়েছে পবনগতি উড়ে বেড়ায় দিবারাতি ।
লালন বলে গুরুর প্রতি মন রয়না সু হালে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৪১