গীতিকার: লালন ফকির
শিরোনাম: চেনেনা যশোদা রাণী
চেনেনা যশোদা রাণী ।
গোপাল কি সামান্য ছিলে ধ্যানে যারে পায়না মুনি ॥
একদিন চরণ ঘেমেছিলো তাইতে মন্দাকিনী হলো ।
পাপহরা সুশীতল সে মধুর চরণ দুখানি ॥
বিজরী বাঞ্ছিত সে ধন মানুষরুপে এই বৃন্দাবন ।
জানে যত রসিক সুজন সে কালার গুণখানি ॥
দেবের দুর্লভ গোপাল ব্রহ্মা তার হরিলো গোপাল ।
লালন বলে আবার গোপাল কীর্তি গোপাল করলে শুনি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৪৬