গীতিকার: লালন ফকির
শিরোনাম: চেতন ভুবনে সাধ্য কে জানে
চেতন ভুবনে সাধ্য কে জানে ।
তলে আসে তলে বসে এমন কে তারে চেনে ॥
চেতনঘরে হলে চুরি সে চোর কি আর ধরতে পারি ।
লাম আলিফ যার নাম করি দ্বিদলে সে রয় নির্জনে ॥
আউয়ালে যে হয় সে জানতে পায় নইলে তার ভজ কাটা যায় ।
হামীমে যার গোসল নাই তার সাক্ষী তিনজনে ॥
আউয়ালে মোর আল্লা গনি দুয়মে আহমদ শুনি ।
লালন বস্তু ভিখারী তারে পাবে কোনগুণে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা