গীতিকার: লালন ফকির
শিরোনাম: চেয়ে দেখনা রে মন দিব্য নজরে
চেয়ে দেখনা রে মন দিব্য নজরে ।
চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে ॥
হলে সেই চাঁদের সাধন অধর চাঁদ হয় দরশন হয়রে ।
সে চাঁদেমে চাঁদের আশ রয়েছে ঘিরে ॥
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে দেয় চাঁদের খাওয়া দেয়রে ।
জমিনেতে ফলছে মেওয়া ঐ চাঁদের সুধা ঝরে ॥
নয়নচাঁদ প্রসন্ন যার সকল চাঁদ দৃষ্ট হয় তার ।
লালন বলে বিপদ আমার গুরুচাঁদ ভুলেরে ॥
- পর্যায়: সাধকদেশ / সিদ্ধিদেশ
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৪৭