গীতিকার: লালন ফকির
শিরোনাম: ছিঃ ছিঃ লজ্জায় প্রাণ বাঁচেনা
ছিঃ ছিঃ লজ্জায় প্রাণ বাঁচেনা ।
ভরা কলসের জল ঢলে যেন পড়েনা ॥
রাধে লো তোরে করিরে মানা কদমতলায় আর যেয়োনা ।
কদমতলা গেলে তোমার বসন আর থোবে না ॥
রাধে লো তোরে করি রে মানা কৃষ্ণের সঙ্গে প্রেম করোনা ।
কৃষ্ণের সঙ্গে করলে প্রেম সর্বসখি গছবে না ॥
রাধে লো তোরে করি রে মানা কালার সঙ্গে কথা বলো না ।
লালন বলে সর্বাঙ্গ বেঁধে দেবে তোমায় ছাড়বে না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৪৯