গীতিকার: লালন ফকির
শিরোনাম: চিনি হওয়া মজা কি খাওয়া মজা
চিনি হওয়া মজা কি খাওয়া মজা ।
দেখ দেখি মন কোনটি মজা ॥
সাষ্টি সারুপ্য সামীপ্য শান্তি সালোক্য সাযুজ্য মুক্তি আদি
বলছে যারা এসব মুক্তি ।
যদি এবার পাই মুক্তি কী সে যোগ কী সে যুক্তি ভারা হয়ে রয় যমের প্রজা ॥
নির্বাণ মুক্তি সেধে সে তো জানা যায় সে চিনি তো মুক্তি কি চিনি খাওয়া ।
চিনিতে চিনি খায় তাতে কি জানা যায় সুখ দুঃখ বোঝা ॥
সমঝে ভবে করো সাধন যাতে মেলে গুরুর চরণ অটলধ্বজা ।
সিরাজ সাঁই কয় কারণ শোনরে অবোধ লালন ছাড়ো জলসেচা ॥

তথ্য