গীতিকার: লালন ফকির
শিরোনাম: চিরদিন পুষলাম এক অচিন পাখি
চিরদিন পুষলাম এক অচিন পাখি ।
ভেদ পরিচয় দেয়না আমায় ঐ খেদে ঝরে আঁখি ॥
পাখি বুলি বলে শুনতে পাই রুপ কেমন দেখিনে ভাই এও বিষম ঘোর দেখি ।
চিনাল পেলে চিনে নিতাম যেতো মনের ধুকধুকি ॥
পোষা পাখি চিনলাম না এ লজ্জা তো যাবেনা উপায় কি করি ।
পাখি কখন যেন যায় উড়ে ধূলা দিয়ে দুই চোখই ॥
আছে নয় দরজা খাচাতে যায় আসে পাখি কোনপথে চোখে দিয়েরে ভেল্কি ।
সিরাজ সাঁই কয় বয় লালন বয় ফাঁদ পেতে ঐ সিদমুখি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা