গীতিকার: লালন ফকির
শিরোনাম: চল দেখি মন কোন দেশে যাবি
চল দেখি মন কোন দেশে যাবি ।
অবিশ্বাস হলে কোথায় কি পাবি ॥
এ দেশেতে ভূতপ্রেত বলে গলায় পিণ্ড দিলে ।
গয়ার ভূত কোনদেশে গেলে মুক্তি কীসে পায় ভাবি ॥
মন বোঝেনা তীর্থ করা মিছেমিছি খেটে মরা ।
পেড়োর কাজ পিড়েয় সারা নিষ্ঠা মন যার হবে ॥
বারো ভাটি বাংলা জুড়ে একই মাটি আছে পড়ে ।
সিরাজ সাঁই কয় লালন ভেড়ে ঠিক দাও নিজ নসীবই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৩৪