গীতিকার: লালন ফকির
শিরোনাম: চরণ পাই যেন অন্তিমকালে
চরণ পাই যেন অন্তিমকালে ।
ফেলোনা অতুর অধম বলে ॥
সাধনে পাবো তোমায় সে ক্ষমতা নাই গো আমার ।
দয়াল নাম শুনিয়ে আশায় আছি অধীন কাঙালে ॥
জগাই মাধাই পাপী ছিলো কাধা ফেলে গায় মারিলো ।
তাহে প্রভুর দয়া হলো আমায় দয়া করো সেই হালে ॥
ভারতপুরাণে শুনি পতিতপাবন নামে ধ্বনি ।
লালন বলে সত্য জানি আমারে চরণ দিলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৩৩