গীতিকার: লালন ফকির
শিরোনাম: দাড়া কানাই একবার দেখি
দাড়া কানাই একবার দেখি ।
কে তোরে করিলো বেহাল হলি রে দুঃখের দুঃখি ॥
পরণে ছিলো পীতম্বরা মাথায় ছিলো মোহনচূড়া ।
সে বেশ হইলি ছাড়া বেহাল বেশ নিলি কোন সুখই ॥
ধেনু রাখতে মোদের সাথে আবাই আবাই ধ্বনি দিতে ।
এখন এসে নদীয়াতে হরির ধ্বনি দাও এ ভাব কী ॥
ভুল বুঝি পড়েছে ভাই তোর আমি সেই ছিদাম নফর ।
লালন কয় ভাব শুনে বিভোর দেখলে সফল হতো আঁখি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৯০