গীতিকার: লালন ফকির
শিরোনাম: দাড়া রে তোরে একবার দেখি ভাই
দাড়া রে তোরে একবার দেখি ভাই ।
এতদিনে তোরে খুজে পাইনি রে কানাই ॥
ষড়ৈশ্বর্য ত্যাজ্য করে এলি রে ভাই নদে পুরে ।
কী ভাবের ভাব তোর অন্তরে আমায় সত্য বল তাই ॥
তোর লেগে যশোদা রাণী হয়ে আছে পাগলিনী ।
ও সে হায় নীলমণি নীলমণি সদাই ছাড়ছে হাই ॥
দৃষ্ট করে দেখো তুমি তোমার শ্রীদাম নফর আমি ।
লালন বলে কেঁদে আঁখি ভাবের বলিহারি যাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৯১