গীতিকার: লালন ফকির
শিরোনাম: দায়ে ঠেকে বলছো রে মন আল্লা গনি
দায়ে ঠেকে বলছো রে মন আল্লা গনি ।
সুখের কালেতে তারে ভোলো রে মণি ॥
আগা কেটে হলি মুসলমান মানুষে আনলিনে ঈমান ।
মানুষরুপে মরদুদ শয়তান ঘরে ঘরে জানি ॥
উবহায়জত মুসিবত এলে দরুদ কালাম পড়ো সকলে ।
সে সকল উতরায়ে গেলে গাজীর গান গেয়ে বেড়াও শুনি ॥
দুষে বেড়াও জাত ভালোনা আপন জাতের খবর করোনা ।
ফকীর লালন বলে এমন দিনকানা আর তো দেখিনি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা