গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখনা মন ঝকমারি এই দুনিয়াদারী
দেখনা মন ঝকমারি এই দুনিয়াদারী ।
পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকীরি ॥
যা করো তা করো রে মন পিছের কথা রেখো স্মরণ বরাবরই ।
সাথে সাথে ফিরছে শমন কোনদিন হাতে দেবে বেড়ি ॥
দরদের ভাই বন্ধুজনা সঙ্গের সাথী কেউ হবেনা মন তোমারই ।
খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই ॥
বড়ো আশার বাসা এ ঘর পড়ে রবে কোথায় বা কার ঠিক নাই তারই ।
দরবেশ সিরাজ সাঁই কয় শোনরে লালন হোসনে কারো ইন্তেজারি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪০২