গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখবি যদি স্বরুপ নিহারা
দেখবি যদি স্বরুপ নিহারা ।
তবে মনের মানুষ পড়বে ধরা ॥
মরার আগে মরতে হবে তবে মনের মানুষ সন্ধান পাবে ।
যজ্ঞযোগে অনুরাগে আয়নাতে মিশাওগে পারা ॥
তারে তার মিশালে দেখবি সাধের মানুষলীলে ।
বসে আছে একজন ছেলে শূণ্যের উপর আসন করা ॥
লালন বলে দেখবি ভালো চার রঙে করেছে আলো ।
আর একরঙ গোপনে রইলো তার চতুর্দিকে লাল জহুরা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা