গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখলাম এ সংসারে ভোজবাজি প্রকার দেখিতে দেখিতে কেবা কোথা যায়
দেখলাম এ সংসারে ভোজবাজি প্রকার দেখিতে দেখিতে কেবা কোথা যায় ।
মিছে এ ঘরবাড়ি মিছে ধন টাকাকড়ি মিছে দৌড়াদৌড়ি করছো কার আমায় ॥
কীর্তিকর্মা কীর্তি কে বুঝিতে পারে সে বা জীবকে কোথায় লয়ে যায় ধরে ।
এ কথা আর শুধাবো কারে নিগূঢ়তত্ব অর্থ কে বলবে আমায় ॥
যে করে এই লীলে তারে চিনলামনা আমি আমি বলি আমি কোনজনা ।
মরি কী আজব কারখানা গুণে পড়ে কিছু ঠাহর নাহি পাই ॥
ভয় ঘোচেনা আমার দিবারজনী কার সাথে কোনদেশে যাবো না জানি ।
সিরাজ সাঁই কয় বিষম কারগুণই পাগল হয়ে লালন তাই জানতে চায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪০৭