গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখলাম কী কুদরতিময়
দেখলাম কী কুদরতিময় ।
বিনা বীজে আজগুবি গাছ ফল ধরেছে তায় ॥
নাই সে গাছের আগাগোড়া শূণ্যভরে আছে খাড়া ।
ফল ধরে তার ফুলটি ছাড়া দেখে ধাধা হয় ॥
বলবো কী সেই গাছের কথা ফুলে মধু ফলে সুধা ।
সৌরভে তার হরে ক্ষুধা দরিদ্রতা যায় ॥
জানলে গাছের অর্থ বাণী চেতন বটে সেহি ধনী ।
গুরু বলে তারে মানি অধীন লালন কয় ॥

তথ্য