গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখলাম কী কুদরতিময়
দেখলাম কী কুদরতিময় ।
বিনা বীজে আজগুবি গাছ ফল ধরেছে তায় ॥
নাই সে গাছের আগাগোড়া শূণ্যভরে আছে খাড়া ।
ফল ধরে তার ফুলটি ছাড়া দেখে ধাধা হয় ॥
বলবো কী সেই গাছের কথা ফুলে মধু ফলে সুধা ।
সৌরভে তার হরে ক্ষুধা দরিদ্রতা যায় ॥
জানলে গাছের অর্থ বাণী চেতন বটে সেহি ধনী ।
গুরু বলে তারে মানি অধীন লালন কয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪০৮