গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখলাম সেই অধর চাঁদের অন্ত নাই
দেখলাম সেই অধর চাঁদের অন্ত নাই ।
নিকটে যার বারামখানা হাতড়ে মুড়ো নাহি পাই ॥
জলে যেমন চাঁদ দেখি ধরতে গেলে হয় ফাঁকি ।
তেমনই যেন অধর চাঁদের আভা নিকট দূরে ঠাই ॥
হলে গগনচন্দ্রে তার প্রমাণ সবাই দেখে বর্তমান ।
যে যেখানে চাঁদ সেখানে ধরতে কারো সাধ্য নাই ॥
ঘাট অঘাটায় জানবে তেমনই সে চাঁদের আভা ।
গুরু বিনে তাই কে চেনে লালন কয় গুরুপদ উপায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪০৯