গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখনা আপন দেল ঢুড়ে
দেখনা আপন দেল ঢুড়ে ।
দ্বীন দুনিয়ার মালিক সে যে আছে ধড়ে ॥
আপনি ঘর সে আপনি ঘরী আপনি করে চৌকিদারী ।
আপনি সে করে চুরি আপন ঘরে ॥
আপনি ফানা আপনি ফকীর আপনি করে আপনার জিকির ।
বুঝবে কেরে আলেক ফিকির বেদভাষা পড়ে ॥
নানা ছলে নানান মায়ায় আমি আমি শব্দ কে কয় ।
লালন কয় সন্ধি যে পায় ঘোর যায় ছেড়ে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪০০