গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখনা রে দিনরজণী কোথা হতে হয়
দেখনা রে দিনরজণী কোথা হতে হয় ।
কোন পাকে দিন আসে ঘুরে কোন পারে রজণী যায় ॥
রাত্রদিনের খবর নাই যার কীসের ভজন সাধনা তার ।
নাম গোয়ালা কাজি ভক্ষণ ফকীরি তার তেমনই প্রায় ॥
কয় দমে দিন চালাচ্ছে বারি কয় দমে রজণী আখেরী ।
আপন ঘরের নিকাশ করে যে জানে সে মহাশয় ॥
সামান্যে কি যাবে জানা কারিগরের কী গুণপনা ।
লালন বলে তিনটি তারে অনন্তরুপ কল খাটায় ॥

তথ্য