গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেখো আজগুবি এক ফুল ফুটেছে
দেখো আজগুবি এক ফুল ফুটেছে ।
ক্ষণে ক্ষণে মুদিত হয় ফুল ক্ষণে আলো করেছে ॥
মূলের নীচে গাছের পাতা ডালের সঙ্গে শিকড় গাঁথা ।
মধ্যস্থলে গাছের মাথা ফুল দেখি তারই কাছে ॥
নতুন নতুন রঙ ধরে ফুল দেখে জীব হয়রে ব্যাকুল ।
কে করে সে ফুলের উল তাই ভেবে শঙ্কা লেগেছে ॥
সূর্যের সঙ্গে আছে কমল যতন করে তোলো সেই কমল ।
তাই লালন ভেবে করে উল মূল মানুষ তাতে আছে ॥

তথ্য