গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা
দেলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা ।
ডুবলে পরে রতন পাবে ভাসলে পরে পাবেনা ॥
দেহের মাঝি বাড়ি আছে সেই বাড়িতে চোর লেগেছে ।
ছয়জনাতে সিঁদ কাটিছে চুরি করে একজনা ॥
দেহের মাঝে নদী আছে সেই নদীতে নৌকা চলছে ।
ছয়জনাতে গুণ টানিছে হাল ধরেছে একজনা ॥
দেহের মাঝে বাগান আছে তাতে নানারঙের ফুল ফুটেছে ।
সৌরভে জগত মেতেছে লালনের প্রাণ মাতলো না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৯৯