গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেলদরিয়ায় ডুবে দেখোনা
দেলদরিয়ায় ডুবে দেখোনা ।
অতি অজান খবর যায় জানা ॥
আলখানার শহর বারি তাহে আজব কারিগিরি ।
বোবায় কথা কয় কালায় শুনতে পায় আন্ধেলায় পরখ করে সোনা ॥
ত্রিবেনীর পিছল ঘাটে বিনে হাওয়ায় মৌজা ছোটে ।
ডহরায় পানি নাই ভিটে ডুবে যায় ভাই শুনলে কী প্রভারই কারখানা ॥
কইবার যোগ্য নয় সে কথা সাগরে ভাসে জগতমাতা ।
লালন বলে মায়ের উদরে পিতা জন্মে পত্নীর দুগ্ধ খেলো সে না ॥

তথ্য