গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেলদরিয়ায় ডুবিলে সে দরিয়ার খবর পায়
দেলদরিয়ায় ডুবিলে সে দরিয়ার খবর পায় ।
নইলে পুঁথি পড়ে পণ্ডিত হলে কী হয় ॥
স্বয়রংরুপ দর্পনে ধরে মানবরুপ সৃষ্টি করে ।
দিব্যজ্ঞানী যারা ভাবে বোঝে তারা কার্যসিদ্ধি করে যায় ॥
একেতে হয় তিনটি আকার অযোনি সহজ সংস্কার ।
যদি ভবতরঙ্গে তরো মানুষ চিনে ধরো দিনমণি গেলে কী হবে উপায় ॥
মূল হতে হয় ডালের সৃজন ডাল দরলে হয় মূলের অন্বেষণ ।
তেমনই রুপ হইতে স্বরুপ তারে ভেবে বিরুপ
অবোধ লালন সদাই নিরুপ ধরতে চায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা