গীতিকার: লালন ফকির
শিরোনাম: দেলকেতাব খুজে দেখো মোমীন চাঁদ তাতে আছে রে সকল বয়ান
দেলকেতাব খুজে দেখো মোমীন চাঁদ তাতে আছে রে সকল বয়ান ।
ইব্রাহিম খলিলুল্লা মসালা নামে আস্তা খাতুনে মোকাম ॥
খোদা যেদিন হজ্ব ভেজিবে সেদিন মসজিদের নিশান উঠিবে ।
ফাঁদ পেতে চাঁদ ধরতে হবে যদি করেন আল্লা মেহেরবান ॥
ঈসা মুসা দাউদ রসুল খোদার কাজে আছে মকবুল ।
ফরমান করিতে কবুল পড়িছে সদাই দেলকোরাণ ॥
ইঞ্জিল তৌরাত জব্বুর কোরাণ চারি জায়গায় চারের বয়ান ।
বলে তাই ফকীর লালন খুজলে পাবে সকল সমাধান ॥

তথ্য