গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধ্যানে যারে পায়না মহামুনি
ধ্যানে যারে পায়না মহামুনি ।
আছে এক অচিন মানুষ মীনরুপে সে ধরে পানি ॥
জগত জোড়া মীন সেহি রে খেলছে মান সরোবরে ।
দেখার সাধ হয়গো তারে দেখো ধরে রসিক সন্ধানী ॥
নদীর গভীর থাকে নির্জন করিতে হয় নীর অন্বেষণ ।
যোগ পেলে ভাটি উজান ধায় আপনি ॥
যায় সে মহামীনকে ধরা বাঁধতে পারলে নদীর ধারা ।
কঠিন সেই বাঁধাল করা লালন তাতে খায় চুবানি ॥

তথ্য