গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধন্য আশেকী জনা এ দ্বীন দুনিয়ায়
ধন্য আশেকী জনা এ দ্বীন দুনিয়ায় ।
আশেক জোরে গগনের চাঁদ পাতালে নামায় ॥
সুইয়ের ছিদ্রে চালায় হাতি বিনা তেলে জ্বালায় বাতি ।
সদাই থাকে নিষ্ঠারতি ঠাই অঠাইয়ে সেহি রয় ॥
কাম করে না নাম জপে না শুদ্ধ দেলে আশেক দেওয়ানা ।
তাইতে হয় সাঁই রব্বানা মদদ সদাই ॥
আশেকের মাশুকি নামাজ রাজি যাতে রয় বেনেয়াজ ।
লালন করে শৃগালের কাজ দিয়ে সিংহের দোহাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪১৬