গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে ।
বেঁধেছে এমন ঘর শূণ্যের উপর পোস্তা করে ॥
ঘরে মাত্র একটি খুটি খুটির গোড়ায় নাইকো মাটি ।
কীসে ঘর রবে খাটি ঝড় তুফান এলে পারে ॥
ঘরের মূলাধার কুঠরি নয়টা তার উপরে চিলেকোঠা ।
তাহে এক পাগলা ব্যাটা বসে একা একেশ্বরে ॥
ঘরের উপর নীচে সারি সারি সাড়ে নয় দরজা তারি ।
লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪১৭