গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধন্য মায়ের ধন্য পিতা
ধন্য মায়ের ধন্য পিতা ।
তার গর্ভে জন্মাইলো নন্দের কানু গৌরাঙ্গসূতা ॥
ধন্য বলি শ্রীদাম সখা অনেক দিনের পরে দেখা ।
আশ্চর্য এই বেঁচে থাকা ধৈর্য ধরতে পারিনা তা ॥
ধন্য রে ভারতী ভারী দেখাইলো নদেপুরী ।
ফুল বিছানা ত্যাজ্য করি গলে নিলো ছেড়া কাঁথা ॥
ধন্য রে যশোদার ক্রোড় বেঁধেছিলো জগদীশ্বর ।
লালন কয় ভাব শুনে বিভোর বুঝার কিছু নাই ক্ষমতা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা