গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধন্য রে রুপ সনাতন জগত মাঝে
ধন্য রে রুপ সনাতন জগত মাঝে ।
উজিরানা ছেড়ে সে না ডোর কৌপিনী সার করেছে ॥
শাল দোশালা ত্যাজিয়ে সনাতন কৌপনি কাঁথা করিলো ধারণ ।
অন্ন বিনে শাক সেবন সে জীবনরক্ষা করিয়েছে ॥
সে ছাড়িয়ে লোকের আলাপন একা প্রাণী কোনপথে ভ্রমণ ।
বনপশুকে শুধায় ডেকে কোন পথে যায় ব্রজে ॥
সে হা হা প্রভু বলিয়ে আকুল হয় অমনি অঘাটে অপথে পড়ে রয় ।
লালন বলে এমনই হালে গুরুর দয়া হয়েছে ॥

তথ্য