গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঢোড় আজাজিল রেখেছে সেজদা বাকী কোনখানে
ঢোড় আজাজিল রেখেছে সেজদা বাকী কোনখানে ।
করো রে মন করো সেজদা সেই জায়গা চিনে ॥
জগত জুড়ে করিলো সেজদা তবু ঘটলো দুরাবস্থা
ইমান না হইলো পোস্তা থোড়াই জমিনে ॥
এমন মাহাত্ম্য সে জায়গায় সেজদা দিলে মকবুল হয় ।
আজাজিলের বিশ্বাস নয় লানত সেই কারণে ॥
আজাজিলের সেজদার উপর সেজদা দিলে কী ফল হয় তার ।
লালন বলে এহি বিচার ত্বরায় লও জেনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা