গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঢোড় আজাজিল রেখেছে সেজদা বাকী কোনখানে
ঢোড় আজাজিল রেখেছে সেজদা বাকী কোনখানে ।
করো রে মন করো সেজদা সেই জায়গা চিনে ॥
জগত জুড়ে করিলো সেজদা তবু ঘটলো দুরাবস্থা
ইমান না হইলো পোস্তা থোড়াই জমিনে ॥
এমন মাহাত্ম্য সে জায়গায় সেজদা দিলে মকবুল হয় ।
আজাজিলের বিশ্বাস নয় লানত সেই কারণে ॥
আজাজিলের সেজদার উপর সেজদা দিলে কী ফল হয় তার ।
লালন বলে এহি বিচার ত্বরায় লও জেনে ॥

তথ্য