গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধর গো ধর গৌরাঙ্গ চাঁদেরে
ধর গো ধর গৌরাঙ্গ চাঁদেরে ।
গৌর যেন পড়েনা বিভোর হয়ে ভূমের উপরে ॥
ভাবে গৌর হয়ে মত্ত বাহু তুলে করে নৃত্য ।
কোথায় হস্ত কোথায় পদ ঠাহর নাই তার অন্তরে ॥
মুখে বলে হরি হরি দু নয়নে বহে বারি ।
ঢলঢল তনু তারই বুঝি পড়ামাত্র যায় মরে ॥
কার ভাবে শচীসূতা হালসে বেহাল গলে কাঁথা ।
লালন বলে ব্রজের কথা বুঝি পড়েছে মনের দ্বারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪২০