গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধড় নাই শুধুই মাথা
ধড় নাই শুধুই মাথা ।
ছেলের মা রইলো কোথা ॥
ছেলের মাতাপিতা ঠিকানা নাই নামটি তাহার দিগ্বিজয় শুনতে পাই ।
এমন ছেলে ভূমণ্ডলে কে হয় জন্মদাতা ॥
ছেলের চক্ষু নাই বেশ দেখতে পায় চরণ নাই চলে বেড়ায় যেথায় সেথায় ।
হস্ত নাই বিমূর্তগুণে আহা কি বা ক্ষমতা ॥
ছেলের রুপে ভুবন আলো ছিলো কোথায় অকস্মাৎ জন্ম হলো ।
লালন বলে সেই ছেলের গুণ কারো কারো হৃদয়ে গাঁথা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা