গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধরাতে সাঁই সৃষ্টি করে আছে নিগমে বসে
ধরাতে সাঁই সৃষ্টি করে আছে নিগমে বসে ।
কী দেবো তুলনা তারে তার তুলনা সে ॥
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নপুংসক এ তিনভাবে না হবে ভাবুক ।
ত্রিভূবন যার লামকূপে তার করো দিশে ॥
কীরুপে নিরাকাল হলো ডিম্বরুপে কে ভাসিলো ।
সে অন্বেষণ জানে যেজন যায় সে দেশে ॥
বেদ পড়ে ভেদ পেতো যদি সবে গুরুর গৌরব থাকতোনা ভবে ।
সিরাজ সাঁই কয় লালন করোরে কীসে ॥

তথ্য