গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধড়ে কে তোর মালিক চিনলিনা তারে
ধড়ে কে তোর মালিক চিনলিনা তারে ।
মন কি এমন জনম আর হবে রে ॥
দেবের দুর্লভ এবার মানবজনম তোমার ।
এমন জনমের আচার করলি কীরে ॥
নিঃশ্বাসের নাইরে বিশ্বাস পলকে করিবে বিনাশ ।
তখন মনে রবে মনের আশ বলবি কারে ॥
এখনো শ্বাস আছে বজায় যা করো তাই সিদ্ধি হয় ।
সিরাজ সাঁই তাই কয় বার বার লালনেরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা