গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধড়ে কি মুরিদ হয় কে মুরিদ করে
ধড়ে কি মুরিদ হয় কে মুরিদ করে ।
শুনে জ্ঞান হয় তাইতে শুধাই যে জানো সে বলো মোরে ॥
হাওয়া রুহু লতিফারা হুজুরের কারবারি তারা ।
বেমুরিদা হলে এরা হুজুরে কি থাকতে পারে ॥
মুর্শিদ বালকা এই দুজনার কোন মোকামে বসতি কার ।
জানলে মনের যেত আঁধার দেখতাম কুদরত আপন ঘরে ॥
নতুন সৃষ্টি হলে তখন মুর্শিদ লাগে শিক্ষার কারণ ।
লালন বলে সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কি রে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা