গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে
ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে ।
ধড়ের খবর না জানিলে ঘোর যাবেনা কোনো দিনে ॥
ওয়াহাদানিয়াতের রাহা ভুল যদি মন করো তাহা ।
হুজুরে যেতে পথ পাবেনা ঘুরবি কত ভুবনে ॥
উপরওয়ালা সদর বারি অচিন দেশে তার কাচারি ।
সদাই করে হুকুম জারি মক্কায় বসে নির্জনে ॥
চারি রাহায় চারি মকবুল ওয়াহাদানিয়াতে রসুল ।
সিরাজ সাঁই কয় না জেনে উল লালন রে তুই ঘুরিস কেনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা