গীতিকার: লালন ফকির
শিরোনাম: ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে ।
সে কি সামান্য চোরা ধরবি কোনা কানচিতে ॥
পাতালে চোরার বহর দেখায় আসমানের উপর ।
তিন তারে হচ্ছে খবর শুভাশুভ যোগমতে ॥
কোথা ঘর কী বাসনা কি করে ঠিক ঠিকানা ।
হাওয়ায় তার লেনাদেনা হাওয়ায় মূলাধার তাতে ॥
চোর ধরে রাখবি যদি হৃদগারদ করগে খাটি ।
লালন কয় খুটিনাটি থাকতে কে চোর দেয় ছুতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪২১