গীতিকার: লালন ফকির
শিরোনাম: দিবানিশি থেকোরে সব বাহুশিয়ারী
দিবানিশি থেকোরে সব বাহুশিয়ারী ।
রসুল বলে এ দুনিয়া মিছে ঝকমারি ॥
পড়িলে আউযুবিল্লা দূরে যাবে লানাতুল্লা ।
মুর্শিদ রুপ যে করে হিল্লা শঙ্কা যায় তারই ॥
জাহের বাতেন সব সফিনায় পুসিদার ভেদ দিলাম সিনায় ।
এমনই মতো তোমরা সবাই বলো সবারই ॥
অসৎ অভক্তজনা তারে গুপ্তভেদ বলোনা ।
বলিলে সে মানিবে না করবে অহঙ্কারই ॥
তোমরা সব খলিফা আউলিয়া রইলে যে যা বোঝো দিও বলে ।
লালন বলে রসুলের এই নসিহত জারি ॥

তথ্য