গীতিকার: লালন ফকির
শিরোনাম: দিব্যজ্ঞানে দেখরে মনুরায়
দিব্যজ্ঞানে দেখরে মনুরায় ।
ঝরার খালে বাঁধ বাধিলে রুপের পুলক ঝলক দেয় ॥
পূর্বদিকে রত্নবেদী তার উপরে পুষ্পজ্যোতি ।
তাহে খেলছে রুপ আকৃতি বিজলী চটকের ন্যায় ॥
তথায় ক্ষীরোদ রসে অখণ্ড শিখর ভাসে ।
রত্নবেদীর উর্দ্ধপাশে কিশোর কিশোরী রাই ॥
শ্রীরুপের আশ্রিত যারা সব খবরের জবর তারা ।
লালন বলে অধর ধরা ফাঁদ পেতে ত্রিবেনীতে রয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৯৮