গীতিকার: লালন ফকির
শিরোনাম: দ্বীন দুনিয়ায় অচিন মানুষ আছে একজনা
দ্বীন দুনিয়ায় অচিন মানুষ আছে একজনা ।
কাজের বেলায় পরশমণি অসময়ে তারে চেনো না ॥
নবী আলী এই দুইজনা কলেমা দাতা কুল আরেফিনা ।
বে তালিমে মুরিদ সে না পীরের পীর হয় সে জনা ॥
একদিনে সাঁই নিরাকারে ভেসেছিলেন একেশ্বরে ।
অচিন মানুষ পেয়ে তারে দোসর করলেন তৎক্ষণা ॥
যে তারে জেনেছে দড়ো খোদার ছোটো নবীর বড়ো ।
লালন বলে নড়োচড়ো সে বিনে কূল পাবা না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা