গীতিকার: লালন ফকির
শিরোনাম: দিন থাকতে মুর্শিদ রতন চিনে নে না
দিন থাকতে মুর্শিদ রতন চিনে নে না ।
এমন সাধের জনম বয়ে গেলে আর হবেনা ॥
কোরাণে সাফ শুনিতে পাই ওলিয়্যাম মুর্শেদা সাঁই ।
ভেবে বুঝে দেখো মনরায় মুর্শিদ সে কেমনজনা ॥
মুর্শিদ আমার দয়াল নিধি মুর্শিদ আমার বিষয়াদি ।
পারে যেতে ভবনদী ভরসা ঐ চরণখানা ॥
মুর্শিদবস্তু চিনলে পরে চেনা যায় মন আপনারে ।
লালন কয় সে মূলাধারে নজর হবে তৎক্ষণা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৯৫