গীতিকার: লালন ফকির
শিরোনাম: দিনে দিনে হলো আমার দিন আখেরি
দিনে দিনে হলো আমার দিন আখেরি ।
কোথায় ছিলাম কোথায় এলাম যাবো কোথায় সদা ভেবে মরি ॥
বসত করি দিবারাতে ষোলোজন বম্বেটের সাথে ।
দেয়না যেতে সরল পথে পদে পদে দাগাদারী ॥
বাল্যকাল খেলায় গেলো যৌবনে কলঙ্ক হলো ।
আবার বৃদ্ধকাল সামনে এলো মহাকাল হলো অধিকারী ॥
যে আশায় এ ভবে আসে তাতে হলো ভগ্নদশা ।
লালন বলে একী দশা আমার উজাইতে ভেটেন পলো তরী ॥
- পর্যায়: প্রবর্তদেশ / সাধকদেশ
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা