গীতিকার: লালন ফকির
শিরোনাম: দম কষে তুই বয়রে ক্ষ্যাপা প্রেমের নদীতে
দম কষে তুই বয়রে ক্ষ্যাপা প্রেমের নদীতে ।
ধরবি যদি মীন মক্করা কাম রেখে আয় তফাতে ॥
গহীন জলে বাস করে মীন গুরু বলে ছাড়তেছে ঝিম ।
যে চিনেছে সেই জলের ঝিম মীন ধরা দেয় তার হাতে ॥
কাম ক্রোধ লোভ মায়া মোহ এই কয়জন দেহের অবাধ্য ।
প্রেমাগুণে হয়ে দগ্ধ জব্দ রবি তার সাথে ॥
লালনের বুদ্ধিকাণ্ড জল করেছে লণ্ডভণ্ড ।
মাছ ধরিসনে মন পাষণ্ড মদনগঞ্জের মনমতে ॥

তথ্য