গীতিকার: লালন ফকির
শিরোনাম: দমের উপর আসন ছিলো তার
দমের উপর আসন ছিলো তার ।
আসমান যমীন না ছিলো আকার ॥
বিম্বরুপে শূণ্যাকারে ছিলো তখন দমের পরে ।
ডিম্ব হতে বিম্ব ঝরে ছিলো সাঁই নূরের ভিতর ॥
যখন ছিলো বিন্দুমণি ধরেছিলো মা জননী ।
ডিমে ওম দিলো শুনি ধরে ব্রহ্মার আকার ॥
ষোলো খুটি একই আড়া তিনশো ষাট রগের জোড়া ।
নাভির নীচে হাওয়ার গোড়া লালন কয় সাত সমুদ্দুর ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৯৩