গীতিকার: লালন ফকির
শিরোনাম: দস্তখত নবুয়ত যাহার হবে
দস্তখত নবুয়ত যাহার হবে ।
কী করিলে ফানা ফিল্লা সকল ভেদ জানা যাবে ॥
পুসিদার ভেদ জানতে পারলে নবুয়ত তার এমনই মেলে ।
কেতাব কোরাণে না ধরিলে দেল কোরাণে সব পাবে ॥
বারো লাখ চব্বিশ হাজার বহিছে দেখো দম সবাকার ।
উনকোটি ছাপ্পান্ন হাজার পশমে এই দেহটি হবে ॥
জুয়ো খেলায় মত্ত হলে কাঁদিতে হবে সব হারালে ।
লালন বলে আমার ভাগ্যে না জানি কী ঘটিবে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৯৪