গীতিকার: লালন ফকির
শিরোনাম: দয়া করে অধমেরে জানাও নবীর দ্বীন
দয়া করে অধমেরে জানাও নবীর দ্বীন ।
তুমি দয়া না করিলে হয়না চরণে একিন ॥
শুনি নবী চার মাজহাবে
চারজন ইয়ার ছিলো নবীজির তাবে
নবী কোন সময়ে তাদের সাথে করিলেন জাহেরার চিন ॥
শুনি নবী চারি খান্দানে
শরীয়ত তরিকত মারফত হাকিকত আনলো কোনখানে
কি রুপেতে গম্য মন সবাই নেন দ্বীনের মোমীন ॥
গুরুর চরণে না হলো মতি
দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়ে কী হবে আমার গতি
লালন বলে কাতর হালে শোধ হলোনা ঋণ ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা