গীতিকার: লালন ফকির
শিরোনাম: দয়াল তোমার নামে নিয়ে তরী ভাসালাম যমুনায়
দয়াল তোমার নামে নিয়ে তরী ভাসালাম যমুনায় ।
তুমি খোদার নাবিক পাড়ের মালিক সে আশায় চড়েছি নায় ॥
চিরদিন কাণ্ডারী হয়ে কত তরী বেড়াও বয়ে ।
আমার জীর্ণ তরী রেখো যতনে যদি তোমার মনে লয় ॥
দাড়ি মাঝি কুমন্ত্রণায় পড়েছি কতবার ঘোরায় ।
এবার সুযোগ পেয়ে তাই সব সপিলাম তোমার পায় ॥
ভাবের হাটে লাভের আশে থাকবোনা আর পাড়ে বসে ।
মন গিয়াছে উর্দ্ধদেশে লালন বলে তাই আছি সে আশায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা