গীতিকার: লালন ফকির
শিরোনাম: ডুবে দেখ দেখি মন ভব কূপে
ডুবে দেখ দেখি মন ভব কূপে ।
আর কয়দিন রাখবে চেপে ॥
খেললি খেলা খেলাঘরে এসে দু দিনের তরে ।
সঙ্গের হিল্লায় মিশে মনরে এখন পড়েছো বিষম ধূপে ॥
ধূলোর পাশা ফুলের গুটি তাই নিয়ে মন আটাআটি ।
যখন চার ইয়ারে বাঁধবে কটি কাঁদবে রে ভাই মা বাপে ॥
সিরাজ সাঁইয়ের সখের বাজারে ডাকাত এসে সকল নেয় হরে ।
হত বর্বর লালন বলে আমার প্রাণ ওঠে কেপে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৭২