গীতিকার: লালন ফকির
শিরোনাম: ডুবে দেখ দেখি মন কী রুপ লীলাময়
ডুবে দেখ দেখি মন কী রুপ লীলাময় ।
যারে আকাশ পাতাল খুজি এ দেহে সে বর্ত রয় ॥
লামে আলিফ লুকায় যেমন মানুষে সাঁই আছে তেমন ।
তা নইলে কি সব নূরীতন আদমতনে সেজদা জানায় ॥
শুনতে পাই চার কারের আগে সাঁই আশ্রয় করে ছিলো রাগে ।
সেই বেশে অটল রুপ ঝেপে মানবলীলা জগতে দেখায় ॥
আহাদে আহমদ হলো মানুষে সাঁই জন্ম নিলো ।
লালন মহাগোলে পলো লীলার অন্ত না পাওয়ায় ॥

তথ্য