গীতিকার: লালন ফকির
শিরোনাম: ডুবে দেখ দেখি মন কী রুপ লীলাময়
ডুবে দেখ দেখি মন কী রুপ লীলাময় ।
যারে আকাশ পাতাল খুজি এ দেহে সে বর্ত রয় ॥
লামে আলিফ লুকায় যেমন মানুষে সাঁই আছে তেমন ।
তা নইলে কি সব নূরীতন আদমতনে সেজদা জানায় ॥
শুনতে পাই চার কারের আগে সাঁই আশ্রয় করে ছিলো রাগে ।
সেই বেশে অটল রুপ ঝেপে মানবলীলা জগতে দেখায় ॥
আহাদে আহমদ হলো মানুষে সাঁই জন্ম নিলো ।
লালন মহাগোলে পলো লীলার অন্ত না পাওয়ায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৭১